আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪০ ভোট। তবে এখনো কাউকে জয়ী ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
গতকাল শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়ায় ভোট দেন সর্বোচ্চ নেতা।
ভোটগ্রহণের পর ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হয়। ফলে চূড়ান্ত ফল আসতে সময় লেগে যায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত চার প্রার্থীর মধ্যে। তারা হলেন, মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।
পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও বা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১০ লাখ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হলেও, শতকরা হিসেবে তিনি পেয়েছেন মোট গৃহিত ভোটের ৪২.৫৪ শতাংশ।
ভোটে বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি পেয়েছেন যথাক্রমে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৪০ এবং ২ লাখ ৬ হাজার ৩৯৭ ভোট
নির্বাচনে বিজয়ী প্রার্থী পেজেশকিয়ান শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি এখন রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে।
দেশটির সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে, শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, আগামী ৫ জুলাই দ্বিতীয় দফা ভোটগ্রহণের তারিখ আগে থেকেই নির্ধারিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।