ইরান ‘আলোচনা করতে চায়’ এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা ‘আলোচনা করতে চান’।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন’। তিনি আরও বলেন যে, ‘একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চান।’
সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে কি দেশটি তার আগে ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা তা শুরু করেছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও নজর রাখছে। আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি। আমরা একটি সিদ্ধান্ত নেব।’
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৩৮–এ দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিক্ষোভকারী। তবে রয়টার্স নিহত মানুষের সংখ্যা যাচাই করতে পারেনি।
মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে ইরানে বিক্ষোভ চলছে। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


