আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের চলমান যুদ্ধের ২০ দিন পেরিয়ে গেছে। শুরুতে ইসরায়েলকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিলেও এ যুদ্ধে এখনও সরাসরি অংশ নেয়নি ইরান। বলা হচ্ছিল, ইরানের ইন্ধনে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তবে এটি অস্বীকার করেছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারার মতে, ইরান এখনও যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়নি।
এ বিশ্লেষক বলেন, ইসরায়েল এবং ইরানের প্রক্সিদের মধ্যে সংঘর্ষ চলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য যা করছে তেমনটি ফিলিস্তিনিদের জন্য করার মতো সিদ্ধান্ত ইরান নেয়নি।
মারওয়ান বলেন, সংঘাতের তীব্রতা বাড়লে গাজা যুদ্ধ একটি বড় যুদ্ধে পরিণত হবে, যা অনেক দেশই চাইবে না। সবাই অন্যের আক্রমণের জন্য অপেক্ষা করছে।
গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।