ইরানের সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম বানাবে পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সাথে কাজ করার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি

ইরানের-পাকিস্তান

ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠকে করেছেন বাকেরি। সেখানেই তিনি এই কথা বলেন।

এদিন ইরানি জেনারেল অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার কথা বলেন।

জৈশ আল-আদল (ইরানে জাইশ আল-ধুলম নামে পরিচিত) সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসাও করেন বাকেরি। পাশাপাশি সমন্বিত আন্তঃসীমান্ত টহল অভিযান এবং যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিক ফের রিমান্ডে

বাকেরি উল্লেখ করেছেন যে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মতো ইসলামী বিশ্বের প্রধান অভিনেতাদের মধ্যে ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলির স্বার্থে কাজ করবে। ইরানি জেনারেল প্রতিবেশী আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।