স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের দলে থাকলেও আইরিশদের বিপক্ষে থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত পারফর্ম করে ৫০ ওভারের দলে সুযোগ পেয়েছেন জাকির হোসেন।
ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে ছিলেন না শরিফুল ইসলাম। এই সিরিজে আবারও দলে ডাক পেলেন বাঁহাতি এই পেসার। শরিফুল ছাড়াও দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যে সিলেট পৌঁছেছে আয়ারল্যান্ড। এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আইরিশরা। সেখান থেকে পরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন ক্রিকেটাররা।
আইরিশদের বিপক্ষে মোট তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে চলতি মাসের ১৮ তারিখ। ৫০ ওভারের সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।