এবার কি ম্যারাডোনার পথ ধরেই লিওনেল মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : রোববার (৩০ জুলাই) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন লিওনেল মেসি। যেখানে দেখা যায়, মেসি ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জার্সি পরেছেন। যে জার্সি পরে ১৯৯৪ সালে শেষ বিশ্বকাপ খেলেছিলেন ম্যারাডোনা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

লিওনেল মেসি

এবার মেসি সেই জার্সি পরে কী বার্তা দিলেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। তাহলে কি মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? আর ম্যারাডোনার মতো যুক্তরাষ্ট্রের মাটিতেই কি মেসির শেষ বিশ্বকাপ হবে? অবশ্য এই প্রশ্নের উত্তর আগেই দিয়ে রেখেছেন আর্জেন্টাইন তারকা।

কাতার বিশ্বকাপ জয়ের পরে বিভিন্ন গণমাধ্যমে মেসি বলেছেন, এটিই তার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না।

যদিও সময়ের সঙ্গে বদলে যেতে পারে ফুটবলের খুদে জাদুকরের এই সিদ্ধান্ত। অবশ্য পরের বিশ্বকাপে মেসিকে দেখা গেলে সবচেয়ে বেশি খুশি হবেন ভক্তরা, তারা এমনটি প্রত্যাশাও করেন।

ওয়েব সিরিজ ‘মাতঙ্গী’র শুটিং আটকে গেল দুই নায়িকার দ্বন্দ্বে

প্রসঙ্গত, চুক্তি শেষে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। এর আগে ২০২২ সালের ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জেতেন মেসি। ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন ডিয়েগো ম্যারাডোনা।