যে কারণে দুবাই সফরে যাচ্ছে না নিউ জিল্যান্ডের কিউই পেসার

কিউই পেসার

স্পোর্টস ডেস্ক : দুবাই সফরের জন্য দল ঠিক করে রেখেছিল নিউ জিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। পারিবারিক কারণে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার ব্লেয়ার টিকনার। অবশ্য এই ব্যাপারে কিউইদের পূর্ণ সমর্থনও পেয়েছেন তিনি। কিউই কোচের মতে, তাদের কাছে পরিবার সবার আগে।

কিউই পেসার

১৫ সদস্যের দলে ছিলেন টিকনার। কিন্তু ডানহাতি পেসার গত সপ্তাহে কন্যা সন্তানের বাবা হয়েছেন। এই মুহূর্তে সফরে না গিয়ে পরিবারের পাশে থাকাকে শ্রেয় মনে করছেন তিনি। তার জায়গায় খেলবেন আরেক পেসার জ্যাক ডাফি।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, তাদের কাছে পরিবারের গুরুত্ব সবার আগে, ‘আমরা পরিবারিক পরিবেশে থাকি। ফলে ব্লেয়ারের সঙ্গে কথা বলার পর আমরা তাকে পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে পূর্ণ সমর্থন করেছি।’

নিউ জিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), আদিল অশোক, চ্যাড বাউওয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লেভার, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, বেন লিস্টার, কোল ক্যাকঞ্চি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, উইল ইয়াং।

যেসব নায়ক-নায়িকা হোটেল রুমে খোলামেলা অবস্থায় আলোচনার কেন্দ্রবিন্দু

সফরের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ১৭ আগস্ট, দুবাই
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ আগস্ট, দুবাই
তৃতীয় টি-টোয়েন্টি: ২০ আগস্ট, দুবাই