জুমবাংলা ডেস্ক : পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের অস্বাভাবিক শেয়ার মূল্য বৃদ্ধির তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা স্টক এক্সেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠিয়েছে বিএসইসি।
গত ৬ আগস্ট সরকার পতনের পরদিন ইসলামী ব্যাংকের শেয়ারমূল্য ছিল ৩২ টাকা ৬০ পয়সা। বুধবার (২৫ সেপ্টেম্বর) শেয়ারমূল্য বেড়ে দাঁড়ায় ৭০ টাকা ৪০ পয়সায়। হিসেবে মতে, ৬ আগস্টের পর ১১৫ শতাংশ বেড়েছে ব্যাংকটির শেয়ারের দর। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দর ছিল ৫৮ দশমিক ৭ টাকা, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য। একই সঙ্গে বেড়েছে ব্যাংকটির মূলধনও। গত ৬ আগস্ট মূলধন ছিল ৫ হাজার ২৪৭ কোটি টাকা। আজ বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার কোটিতে।
প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। গত মাসে এর বাজার মূলধন তিন হাজার ৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার ৭৪২ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।