আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জব্দকৃত ১১৬ মিলিয়ন ডলার রাজস্ব হস্তান্তর করেছে বলে জানিয়েছে দেশ দুটির অর্থ মন্ত্রণালয়।
মিডল ইস্ট মিরর জানিয়েছে, ১৯৯০ দশকের অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের মধ্য দিয়ে যাওয়া পণ্যের ওপর কর সংগ্রহ করে থাকে। পরে তা মাসিক ভিত্তিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়।
কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তা আটকে দেওয়া হয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দকৃত অর্থ আটকে রাখার নির্দেশ দেন।
স্মোট্রিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীরে পাঁচটি ইসরায়েলি বসতিকে বৈধ করার বিষয়ে ইসরায়েলের মন্ত্রিসভা থেকে ছাড় পাওয়ার পরেই এই মাসে রাজস্ব স্থানান্তরের বিষয়ে সম্মত হন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক চাপের কারণেই ইসরায়েল তহবিল স্থানান্তর করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি ভূখণ্ড দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে আমদানিকৃত পণ্যের কর সংগ্রহ করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্থানান্তরের আগে ৩ শতাংশ কমিশন কেটে রাখে দেশটি। গাজা ও মিসরের মধ্যকার রাফা ক্রসিং ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডের প্রবেশ পথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।