সোয়াদ সাদমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে মেহেলদারকোট সমাজকল্যাণ সংগঠন। মানবসেবার লক্ষ্যে ২০২০ সালের ১ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিক্ষা, চিকিৎসা, আর্থিক সহায়তা, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
প্রতি বছর রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতার বিতরণ করে সংগঠনটি। এবারও তারা এই উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতোমধ্যে কুমিল্লার বিভিন্ন অঞ্চলে ১০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
এ প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, “আমাদের সংগঠন ফি-সাবিলিল্লাহ পরিচালিত। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। রমজানে যারা কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সবাই যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে এবং সঠিকভাবে রোজা রাখতে পারে। ভবিষ্যতেও মানবতার সেবায় আমাদের কাজ অব্যাহত থাকবে, ইন শা আল্লাহ।”
এছাড়াও, মেহেলদারকোট সমাজকল্যাণ সংগঠন প্রতি বছর মসজিদে বয়স্কদের জন্য সহি-শুদ্ধভাবে কোরআন শেখার ব্যবস্থা করে থাকে। সংগঠনটির মানবিক কার্যক্রম এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং তারা আরও বড় পরিসরে এই উদ্যোগ চালিয়ে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।