জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, প্রতিবাদ করতে কোনো বয়স লাগে না। আমাদের সঙ্গে যখন কোনো অন্যায় করা হবে, তার প্রতিবাদ আমরা সঙ্গে সঙ্গেই করব। সে যে দলেরই হোক কিংবা ক্ষমতাবান হোক। তার বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারেরচর এলাকায় মেজর (অব.) রেজাউল করিম রেজার আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সালাউদ্দিন তানভীর, মেজর (অব.) রেজাউল করিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশসহ অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।