‘আনুশকাকে বিয়ের পর কোহলি খারাপ খেলছে কথাটা সত্য নয়’

আনুশকা-কোহলি

স্পোর্টস ডেস্ক : ‘খুব শিগগিরই কামব্যাক করবে বিরাট কোহলি। আনুশকার সঙ্গে বিয়ের পর কোহলি খারাপ খেলছে কথাটা সত্য নয়।’
আনুশকা-কোহলি
কলকাতার এক অনুষ্ঠানে কোহলিকে নিয়ে এমন মন্তব্য করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এসময় নিজের বায়োপিক নিয়েও কথা বলেন ভারতীয় ক্রিকেট প্রধান।

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আসার পর থেকে দেশটির ক্রিকেট অঙ্গনের বেশ কিছু ইস্যু নিয়ে গুঞ্জন উঠেছে গণমাধ্যম পাড়ায়। দেশটির অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঙ্গুলির সম্পর্কের টানাপোড়েন নিয়েও কম জলঘোলা হয়নি। গুঞ্জন উঠেছে কোহলির অধিনায়কত্ব হারানোর পেছনেও নাকি হাত আছে সৌরভের। এ নিয়ে পরবর্তীতে অবশ্য দু’পক্ষই নিজেদের অবস্থান পরিষ্কার করেন।

এদিকে বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই ভারতের অন্যতম ড্যাশিং ব্যাটসম্যান বিরাট কোহলি। সেঞ্চুরিটা যেনো তার কাছে হয়ে গেছে দূরের বাতিঘর। যে কারণে নানা সমালোচনাও শুনতে হয়েছে কোহলিকে। কেউ কেউ তো তার এ ব্যর্থতার জন্য দায়ী করেছেন আনুশকা শর্মাকে। আনুশকাকে বিয়ে করার পরেই নাকি ছন্দ হারিয়েছে বিরাট। এবার সে বিষয়ে মুখ খুললেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন বিসিসিআই সভাপতি। সেখানেই এক প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘আনুশকার সঙ্গে বিয়ের পর বিরাট খারাপ খেলেছে কথাটা ভুল। ওদের ২০১৮ তে বিয়ে হয়েছে। বিরাট তো ২০১৬, ২০১৭, ২০১৮ এই তিন বছরই ভালো খেলেছে। হয়তো গত তিন বছর ও খারাপ খেলছে, তবে আমার মনে হয়না কারোর জন্য কিছু খারাপ হয়। আশা রাখি ও আবার কামব্যাক করবে।’

কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবকে নিয়ে সম্প্রতি যে বায়োপিক নির্মাণ হয়েছে সেই ‘৮৩’ ছবিটি দেখেছেন সৌরভ। সেখানে রণবীর সিং-এর অভিনয় মুগ্ধ করেছে তাকে। কবে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির বায়োপিক তা নিয়েও কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান।

তিনি বলেন, ‘এখন আমি চিত্রনাট্য লিখছি। আসলে রেকর্ড করছি। সময় খুব একটা পাইনা, যখন পাই করি। মনে হয় এখনো বছর দেড়েক লাগবে।’

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো অনিশ্চিত হলেও, আগামী ২ বছরের মধ্যেই যে ছবিটি দেখা যেতে পারে তা মোটামুটি নিশ্চিত।

‘ব্রাজিল দুর্দান্ত দল, এটাই বিশ্বকাপ জয়ের সময়’