জুমবাংলা ডেস্ক : ১০ দিনের ইতিক্বাফ আদায় শেষ করে রাজধানীতে অবস্থিত শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ, ঈদের কুশল বিনিময় ও পরিবারের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এরই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় নয়া বিপ্লবের বীর শহিদ মীর মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হক ও স্থানীয় জামায়াত নেতারা।
ডা. শফিকুর রহমান এ সময় শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।
এর আগে সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাজধানীর উত্তরার বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
জামায়াত আমির এ সময় শহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহিদ মুজাহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
ঈদে রান্নার জনপ্রিয় রেসিপি – সহজে তৈরি করা যায় এমন ৫টি খাবার
এ সময় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হক ও স্থানীয় জামায়াত নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।