স্পোর্টস ডেস্ক: শুক্রবার রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়ে গেল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। যেখানে গত কয়েক আসরের তুলনায় মোটামুটি সহজ গ্রুপই পেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কোনো দলকেই সহজ মানতে রাজি নন। তার চোখে আর্জেন্টিনার গ্রুপে কঠিন সব দল রয়েছে। তাই সামনে এগোনোর জন্য গ্রুপ পর্ব থেকেই নিজেদের পূর্ণ শক্তি দিয়ে খেলার কথা জানালেন স্কালোনি।
গ্রুপ পর্বের ড্র শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় স্কালোনি বলেছেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এখন যে গ্রুপে পড়েছি তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে।’
এসময় গ্রুপের অন্য দলগুলো সম্পর্কে মূল্যায়ন জানিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে (প্লে-অফের ফাইনালে ২-০ গোলে) ভালোভাবেই হারিয়েছে এবং সৌদি আরব খুব ভালো সুশৃঙ্খল একটি দল।’
সব দলকে সম্মান জানানোর কথা বলে স্কালোনি আরও যোগ করেন, ‘আমরা সবাইকে সম্মান করি। আমাদের বিশ্বাস আছে, আমরা ভালো করতে পারি। গ্রুপ পর্ব ভালো করতে পারি কিন্তু (প্রতিপক্ষ দলগুলোকে) সম্মান সর্বোচ্চ দিতে হবে।’
অবশ্য স্কালোনি যতোই কঠিন দলের কথা বলেন না কেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় গ্রুপের বাকি তিন দলের চেয়ে অনেক এগিয়েই রয়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে ২০১৯ সালের জুলাইয়ে সবশেষ কোনো ম্যাচ হেরেছিল তারা। এরপর থেকে ৩১ ম্যাচ ধরে অপরাজিত দলটি।
অন্যদিকে কনকাকাফ অঞ্চলে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে এসেছে মেক্সিকো, পোল্যান্ড চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে প্লে-অফ খেলে। এশিয়া অঞ্চলের বাছাইয়ের নিজেদের গ্রুপে সেরা হয়েছিল সৌদি আরব। তবে আর্জেন্টিনার চেয়ে শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়েই দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।