স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজ বলতেই পারেন,‘রিমেম্বার দ্য নেইম।’ কাতার বিশ্বকাপে নাম মনে রাখার মতো দুর্দান্ত পারফর্ম্যান্স করে চলেছেন আর্জেন্টিনার এই ‘লিটল স্পাইডার’। তার এমন আচরণ রীতিমতো লিওনেল মেসিকেও চমকে দিয়েছে।
চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা আলভারেজকে নিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘হুলিয়ানের এমন অংশগ্রহণ ও যেভাবে সে নিজের গুরুত্ব প্রমাণ করেছে, এটা কল্পনাতেও ছিল না কারও। সে আমাদের যে পরিমাণ সাহায্য করেছে সেটা আসলেই দুর্দান্ত ছিল।’
আলভারেজ মুগ্ধ মেসি বলেণছেন, ‘এই বিশ্বকাপে এবং মঙ্গলবারেও (ক্রোয়েশিয়ার বিপক্ষে) সে অসাধারণ ছিল। সে সব বলের জন্যই দৌড়েছে। সব বল কেড়ে নিতে সে লড়েছে, সুযোগ তৈরি করে গেছে, লড়াই চালিয়ে গেছে। আমাদের জন্য সে বিস্ময়কর আবিষ্কার ছিল এবং তার সঙ্গে যা ঘটছে এগুলো তার প্রাপ্য কারণ সে একটা চমৎকার মানুষ।’
সবমিলিয়ে এবার আলভারেজ গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে যোগ্য সঙ্গ দিয়েছেন বলাই যায়। আবার মেসি সতীর্থকেই বানিয়েছেন আপন তীর্থ।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.