আন্তর্জাতিক ডেস্ক : নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন চীনা বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। যা তৈরি খাবার (প্রি-প্যাকেজড) নিয়ে কাজ করবে। করপোরেট ডেটা প্রদানকারী সংস্থা কিচাচা জানায়, সম্প্রতি চীনে কোম্পানিটির উদ্বোধন করেছেন জ্যাক মা। যেখানে প্রাথমিক মূলধন হিসেবে ১ কোটি ইউয়ান বিনিয়োগ করেছেন তিনি। খবর নিক্কেই এশিয়া।
নতুন কোম্পানির মূল পণ্য হবে রান্না করা (প্রি-কুকড) খাবার। কভিড মহামারীর সময় মানুষ বেশির ভাগ সময় বাড়িতে থাকার কারণে চীনে এ ধরনের খাবারের চাহিদা বেড়েছে। এটিকে কাজে লাগাতে চান জ্যাক মা।
এছাড়া চীনের ভেতরে-বাইরে বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়েও কাজের আগ্রহ দেখা গেছে জ্যাক মার। সাম্প্রতিক বছরগুলোয় তিনি জাপান, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ঘুরেছেন। সেখানকার কৃষি প্রযুক্তি পর্যবেক্ষণ করেছেন। তিনি জাপানের কিন্দাই বিশ্ববিদ্যালয়ে জলজ কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন বলেও জানা গেছে।
১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন জ্যাক মা। ২০২০ সালে নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন তিনি। এর পরই প্রতিষ্ঠানটির ওপর নেমে আসে নিয়ন্ত্রকদের খড়্গ। সে সময় থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান এ ধনকুবের।
একসময় জ্যাক মা ছিলেন চীনের শীর্ষ ধনী ব্যক্তি। তবে নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়িতে পুঁজিবাজারে আলিবাবার শেয়ারদরে ধস নামে। কিছু বিশ্লেষক মনে করেন, আলিবাবার মতো একটি বেসরকারি প্রতিষ্ঠান এতই ক্ষমতাশালী হয়ে উঠছিল যে তাকে ঠেকাতে নানা পদক্ষেপ নেয় বেইজিং। পাশাপাশি জ্যাক মার স্পষ্টভাষিতাও ক্ষমতাসীনদের চিন্তার কারণ হয়ে উঠছিল। প্রযুক্তিবিষয়ক এক সম্মেলনে জ্যাক মা চীনের ব্যাংকগুলোর সমালোচনা করেছিলেন। পাশাপাশি তিনি ডিজিটাল ব্যাংকিংয়ের প্রশংসা করেন। এছাড়া বিভিন্ন সময়ে চীনের আর্থিক খাতেরও নানা সমালোচনা করেন তিনি।
এমন পরিস্থিতিতে পুরো আর্থিক প্রযুক্তি খাতের শিল্পগুলোর ওপর কঠোর নীতি আরোপ করে চীন। দেশটির সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্ট গেটওয়ে আলিপের কার্যক্রম সঠিক নয় বলেও দাবি করা হয়। একপর্যায়ে আলিবাবার বিরুদ্ধে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ আনে চীন। বলা হয়, বছরের পর বছর ধরে বাজারে নিজের অবস্থানের অপব্যবহার করেছে আলিবাবা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়। তবে ধারণা করা হয়, চীনা আর্থিক খাত নিয়ে জ্যাক মার সমালোচনাই এসবের পেছনের কারণ।
জ্যাক মা সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কল্যাণমূলক কাজেও ব্যয় বাড়িয়েছেন এশিয়ার সাবেক শীর্ষ এ ধনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।