পাকিস্তানের নারী দিবসের প্রদর্শনী ম্যাচে ডাক পেলেন জাহানারা

স্পোর্টস ডেস্ক : নারীদের আইপিএলে ড্রাফটে থাকলেও দল পাননি বাংলাদেশের পেসার জাহানারা আলম। তবে নিরাশ হননি পাকিস্তান থেকে। নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উমেন্স লিগ এক্সিবিশনে দল পেয়েছেন এ বাংলাদেশ পেসার। তিনি খেলবেন সুপার উইমেন দলে।

শনিবার (০৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।

সুপার উইমেনের হয়ে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার। পাকিস্তানে চলমান পিএসএলের অষ্টম পর্বের মাঝেই চলবে মেয়েদের এ লিগটি। যেখানে অংশ নেবে দুটি দল। জাহানারার দল সুপার উমেন ছাড়াও অন্য দলটির নাম অ্যামাজন। যার নেতৃত্বে রয়েছে বিসমাহ মারুফ।

দুই দল মোট ৩টি ম্যাচ খেলবে। নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার অভিপ্রায় থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসলের ম্যাচের টিকিট দিয়েই দেখা যাবে নারীদের লিগের ম্যাচগুলো।

প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ মার্চ। পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ ম্যাচের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করবে তারা।
আর ১০ মার্চের ম্যাচ দিয়ে তারা স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনা তৈরি করবে। পরের দিন হবে লিগের তৃতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচের অভিপ্রায়, শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন।