স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে ফেয়ারব্রেক টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানরা আলমের দল ফ্যালকন উইমেন। আজ (শনিবার) প্রথম সেমিফাইনালে স্পিরিট ওম্যানের কাছে ২৫ রানে জিতেছে জাহানারা।
টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান।
স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট।
জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর বড় লক্ষ্য তাড়া করে উঠতে পারেনি স্পিরিট উইমেন।
শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন।
অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।