জুমবাংলা ডেস্ক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, ঈদে পোশাকের দাম যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন মার্কেট কমিটিকে চিঠি দেয়া হবে। যারা ডাবল প্রাইস ট্যাকের মাধ্যমে পণ্যের দাম বাড়াবে তাদের জেল জরিমানার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ কথা জানান।
তিনি বলেন, একটি প্রাইস ট্যাকের উপর আবারো নতুন করে প্রাইস ট্যাগ লাগানো ভোক্তার সঙ্গে সরাসরি প্রতারণা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এবারের ঈদে কোনো পণ্যের উপর ডাবল প্রাইস পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে বিক্রয় কর্মীদের খারাপ আচরণও দেখা হবে বলে জানায় ভোক্তা অধিদপ্তর।
পরে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, অবৈধভাবে কেউ পোশাক তৈরি করলে তাদের বিষয়ে তথ্য দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। আর বেশি দাম দেখলেই ঐ পণ্য ভাল এমন মানুষিকতা থেকে ভোক্তাদের পরিবর্তন হতে হবে বলেও জানান তিনি। এছাড়া, রাজধানীর বিভিন্ন স্বনামধন্য মার্কেটেও পাওয়া যাচ্ছে নকল কসমেটিকস। তাই অভিযানে যদি নকল পণ্য পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।