সুয়েব রানা, সিলেট : জৈন্তাপুরে আজ থেকে চালু হলো মুক্ত বাজার। প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পন্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২৫শে নভেম্বর) সকাল ৯টা হতে জৈন্তেশ্বরী বাড়ী মাঠে উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের কৃষকের তাদের
নিজ ক্ষেতে উৎপাদিত শীতকালীন সবজী নিয়ে মুক্ত বাজারে বিক্রির উদ্দেশ্যে আসে।
প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পন্যের দামে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে মুক্ত বাজারে প্রথম ক্রেতা হিসেবে শীতকালীন সবজি ক্রয় করতে আসেন জৈন্তাপুর সদর এলাকার বাসিন্দা বদর উদ্দিন।
জৈন্তাপুর উপজেলার মৎস ব্যবসায়ী রুক্মিণী বিশ্বাস মুক্ত বাজারের প্রথম দিনে তিনি নদীর তাজা মাছ নিয়ে আসেন বিক্রি করতে। তিনি বলেন মুক্ত বাজারে প্রতি মঙ্গলবার উপজেলার সকল মৎস ব্যবসায়ীদের সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত পন্য নিয়ে আসার কথা বলা হয়েছে। তিনি বলেন প্রথম দিন যে পরিমান দেশীয় মাছ এনেছিলেন তা ১ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়।
মুক্ত বাজার চালুর প্রথম দিনে সকাল ১০টায় বাজার পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, প্রথম দিনে মুক্ত বাজার পরিদর্শনের পাশাপাশি নিজের পরিবারের জন্য শাক সবজি ক্রয় করেছি। তিনি আরো বলেন, ধীরে ধীরে প্রচারণা বাড়লে মুক্ত বাজার সম্পর্কে উপজেলার মানুষের নিকট এর সুফল পৌঁছে যাবে। তিনি শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পন্যের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের তাদের উৎপাদিত হস্তশিল্পের পন্য বিক্রয়ের জন্য নিয়ে আসার আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।