খেলাধুলা ডেস্ক : অবসরে চলে যাওয়া কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে একটি প্রদর্শনী ম্যাচে হারিয়ে চারদিকে আলোড়ন তুলেছেন জ্যাক পল। ২৭ বছর বয়সী পলকে নিয়ে চারদিকে বেশ আলোচনা হচ্ছে। এবার এই আলোচনা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সেরা পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
আমেরিকান পলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন সুর কৃষ্ণ। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পলকে ট্যাগ করে মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সুর কৃষ্ণ সাধারণত ৬৫ কেজি ওজন শ্রেণিতে খেলে থাকেন। আর জ্যাক পল ১০০ কেজিতে। তারপরও চ্যালেঞ্জ জানানো নিয়ে সুর কৃষ্ণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জ্যাক পলকে জেনে শুনে চ্যালেঞ্জ জানিয়েছি। আসছে নতুন বছরে যে কোনও সুবিধাজনক সময়ে খেলতে চাই। সারা বিশ্ব থেকে অনেকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। জানি না সে আমার চ্যালেন্জ গ্রহণ করবে কিনা। যদি গ্রহণ করে তাহলে ভালো। এর মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সবাই চিনবে… জানবে। আর ওজন বড় বিষয় নয়।’
সুর কৃষ্ণ এখন থাইল্যান্ডে রাশিয়ান কোচের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। জানুয়ারি ব্যাংককে পেশাদার লড়াই আছে। তবে এরপর জ্যাক পল তার চ্যালেঞ্জ গ্রহণ করলে যে কোনও স্থানে খেলতে প্রস্তুত। এখন দেখার পালা জ্যাক পল বাংলাদেশের সুর কৃষ্ণের ডাকে সাড়া দেন কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।