জুমবাংলা ডেস্ক : যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (২৩ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে এক কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে। এ দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখতে ডিএমপির সব সদস্য কাজ করে যাচ্ছেন। সবাইকে (ডিএমপি) আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সাজ্জাত আলী বলেন, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই মানুষকে উত্তম সেবা দেওয়া সম্ভব।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়। আমরা এ দেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।