জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সাগর উপকূল টেকনাফে এক জেলের টানা জালে ২০৫ কেজি ওজনের একটি বড় আকারের ভোল মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকায়।
সোমবার ভোরে সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর জেলে নুর মোহাম্মদের জালে ভোল মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা বলছেন, এত বড় ভোল মাছ তারা এর আগে কখনো দেখেনি। এই মাছ খেতে খুবই স্বাদের হয়ে থাকে। ভোল মাছ যত বেশি ওজন হয় তত বেশি সুস্বাদু হয়ে থাকে বলেও জানান তারা।
জানা গেছে, ২০৫ কেজি ওজনের এই বিশাল ভোল মাছটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী মো. ইউনুছ ২ লাখ ৬৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।
চাবি হারিয়ে গেলে যেভাবে তালা খুলবেন, দারুন টিপস কাজ হবে দুর্দান্ত
পরে এলাকায় মাইকিং করে প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।