জেলের জালে ১০ কেজির কাতলা, যত টাকায় বিক্রি

katla

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর লঞ্চঘাটের উজান থেকে জেলে খবির হালদারের জালে ১০ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়েছে।

katla

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছটি ধরা পড়ে। বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।

রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

এ বিষয়ে মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর লঞ্চঘাটের উজান থেকে জেলে খবির হালদারের জালে বড় কাতলা মাছটি ধরা পড়েছে। পরে সেই লঞ্চঘাটে গিয়ে জেলে খবির হালদারের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকায় আমি মাছটি কিনেছি। এখন কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।