জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়

বাঘাইড়

জুমবাংলা ডেস্ক : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর সংলগ্ন ধনু নদীতে বৃহস্পতিবার দুপুরে জেলেদের জালে ধরা পড়ল ৩৫ কেজি ওজনের বাঘাইর মাছ।

বাঘাইড়

বিকেলে মোহনগঞ্জ মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী সুজন মিয়া ৪৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে মাছ ব্যবসায়ী সুজন মিয়া মোহনগঞ্জ মেছুয়া বাজারে মাছটিকে কেটে ১৮টি ভাগে বিভক্ত করে ২৬শ টাকা দরে বিক্রি করেন।

সবুজ প্রকৃতির মাঝে রোমান্সে মাতলো একজোড়া টিয়া পাখি

বাঘাইর মাছটি দেখতে মৎস্য আড়তে এবং মেছুয়া বাজারে উৎসুক জনতা ভিড় করে।