জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহবানে সাড়া দিয়ে বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দল বৈঠকে বসবেন।
উল্লেখ্য দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক। এ লক্ষ্যে বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বুধবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন তিনি।
এছাড়া একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।