শনিবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে নিজ দলের নেতাকর্মীদের আনতে তিন জোড়া ট্রেন ভাড়া করেছে দলটি। এসব স্পেশাল ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে।
এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠির মাধ্যমে বিস্তারিত তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকায় থেকে রাজশাহী ফেরত যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ে চিঠিতে উল্লেখ করে, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নম্বর মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক (লোড ১৪/২৮) ব্যবহার করে স্পেশাল ট্রেন পরিচালনা করা যাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন শনিবার হলেও বিশেষ প্রয়োজনে সিএমই (পশ্চিম) রাজশাহীর মতামতের ভিত্তিতে এই ট্রেন চালানো হবে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি শুক্রবার দিবাগত রাত ১টায় রাজশাহী থেকে ছাড়বে এবং শনিবার ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে শনিবার রাত ৮টায় ঢাকায় থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে থামবে ট্রেনটি। উভয় দিকেই প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য ফি পরিশোধ সাপেক্ষে ট্রেন পরিচালিত হবে।
একইভাবে, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেন শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছেড়ে ভোররাত ৩টা ৩০ মিনিটে আবার সিরাজগঞ্জে ফিরে আসবে।
তৃতীয় ট্রেনটি চলবে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে। এ রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর প্রস্তাবটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত চিঠিতে।
এদিকে সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছে। বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মীরা ট্রেনে করেই রাজধানীতে সমাবেশস্থলে পৌঁছাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।