বিনোদন ডেস্ক : জামদানির মতো ঐতিহ্যবাহী শাড়িকে ফিউশন করে গায়ে জড়িয়ে ভালোই নিন্দার ঝড় ভোগ করেছেন অভিনেত্রী জয়া আহসান। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওঠা সেই ফেসবুক ঝড় ছাপিয়ে যেন নতুন সূর্য ওঠালেন অভিনেত্রী।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে হঠাৎ করেই ফেসবুক পেজে প্রকাশ করেছেন বেশ কিছু ছবি। একদিকে নান্দনিক অন্যদিকে বোল্ড; দুইয়ে মিলে জয়া যেন নতুন সূর্য! ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তাও আবার সেটি একজন বিখ্যাত চিত্রকরের ছায়া ধরে অঙ্গে জড়ালেন তিনি।
অভিনেত্রী জানান তার এই পোশাক পরিকল্পনা হয়েছে বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার সূত্র ধরে।
ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য এই চিত্রকরকে দেশটির অন্যতম চিত্রশিল্পী বলা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে বৈশ্বিক চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও তার চিত্রকর্মের ছায়া রয়েছে, এমনটাই দাবি করলেন দুই বাংলার এই উজ্জ্বল নেত্রী।
জয়া জানান, জামদানি ফিউশনের মতোই তার এবারকার ডিজাইনটিও করেছেন ভারতীয় ভিজ্যুয়াল আর্টিস্ট ঋষভ।
রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, আহত ১৫
চোখ ধাঁধানো এই স্থিরচিত্রের বিপরীতে জয়া আহসানের সিনেম্যাটিক সময়টাও মন্দ যাচ্ছে না। মাত্রই জানা গেছে, জয়া অভিনীত টলিউডের ‘পুতুল নাচের ইতিকথা’ জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডের ‘রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র প্রতিযোগিতা বিভাগে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
অন্যদিকে, লম্বা বিরতির পর ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ও আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।