জুমবাংলা ডেস্ক : পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রেইনি চিকিৎসকরা।
রাজধানীর শাহবাগ অবরোধ করে রাখা ট্রেইনি চিকিৎসকদের দাবি, আগামী জানুয়ারি থেকেই মাসিক ভাতা ৩৫ হাজার করতে হবে। এই দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
আজ রবিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী এ ঘোষণা দেন। রাত ৮টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ থেকে সরেননি আন্দোলনকারীরা।
এর আগে দুপুর থেকে শাহবাগ অবরোধের একপর্যায়ে ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডা. সাইদুর। সেখানেই তাদের মাসিক ভাতা বাড়ানোর কথা জানানো হয়।
বৈঠকের ডা. নুরুন্নবী বলেন, ‘ডা. সায়েদুর রহমান স্যারের আমন্ত্রণে আমরা চারজনের একটি প্রতিনিধিদল আলোচনায় বসেছিলাম। সেখানে ড্যাব-এনডিএফের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে সায়েদুর রহমান স্যার জানান, সরকারের অর্থ মন্ত্রণালয়ে আমাদের অতিরিক্ত দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই আপাতত আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। একইসঙ্গে তিনি আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার অঙ্গীকার করেছেন। আমরা সেখান থেকে আলোচনা শেষ করে ফিরে এসেছি।’
কমমূল্যের সেরা স্মার্টফোন Motorola Edge 50 Neo, রইল দাম ও ফিচার
তিনি আরও বলেন, ‘আমরা স্যারের কাছে একটা পার্মানেন্ট সলিউশন চেয়েছি, আমাদের যেন বারবার রাস্তায় নামতে না হয়। স্যার বললেন, “তোমাদের ৩৫ হাজারই দেব, সেটা জুলাই থেকে। তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি।” কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তবে এখানে আসার পর আমরা বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দাবি করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।