জানাজায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল একজনের

Easy Bike

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জে জানাজার নামাজে যাওয়ার পথে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মো. হোসেন আলী (৬৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরো তিন যাত্রী আহত হয়েছেন।

Easy Bike

আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা।

তার পিতার নাম জানা যায়নি। তিনি ওই গ্রামের তানজিমুল ইসলামের ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলী ইজিবাইকে করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি জানাজার নামাজে অংশ নিতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরো দুজন যাত্রী ছিলেন।

পথে বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর তা রাস্তার পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে হোসেন আলীসহ চালক ও অন্য দুই যাত্রী আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রোমান্সে ভরপুর উল্লুর নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

তখন কর্তব্যরত চিকিৎসক মো. হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। তা ছাড়া ইজবাইকচালক রিপন (২৮) এবং যাত্রী মোছা. জরিনা (৪০) ও তার শিশুপুত্র আ. রহমানকে (৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বোচাগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।