আন্তর্জাতিক ডেস্ক : যেসব ব্যক্তি বেশিক্ষণ কাজ করেন, তাদের জন্য ঘুম-বাক্স তৈরি করলো একটি জাপানি সংস্থা। ওই ক্যাপসুলের ভিতর ঢুকে সহজেই ঘুমাতে পারবেন কর্মীরা!
অফিসে টানা অনেকক্ষণ কাজ করে ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। তবে সেটি কোনও ব্যাপার নয়! জাপান এমন এক যন্ত্র আবিষ্কার করলে যে যন্ত্রের ভিতর ঢুকে ঘুমিয়ে নেওয়া যাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই! কর্মচারীদের আরাম দিতে নয়া প্রযুক্তির ঘুম-ক্যাপসুল বসাচ্ছে জাপানি একাধিক অফিস!
এমনও শোনা যায় যে, নেপোলিয়নরা নাকি ঘোড়ার পিঠেই ঘুমিয়ে নিতেন মাঝে-মধ্যে! কিছুটা তেমন কায়দাতেই ইতোকি নামক একটি জাপানি সংস্থা সম্প্রতি আবিষ্কার করেছে এমন এক যন্ত্র, যার ভিতর ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে নেওয়া যাবে। অনেকটা খাড়া করা বৃহৎ ক্যাপসুলের মতোই দেখতে। এতে রয়েছে একটি দরজা এবং চারটি পায়া। আবিষ্কৃত এই যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘ন্যাপ-বক্স’।
ওই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, জাপানে অফিসে কাজ করার পদ্ধতি অত্যন্ত কড়াকড়ি। প্রায় এক চতুর্থাংশ সংস্থাতেই কর্মচারীদের প্রতিমাসে গড়ে ৮০ ঘণ্টারও বেশি সময় ওভারটাইম কাজ করতে হয়। এইভাবে নিজেদের নিংড়ে দেওয়ায় ঘুমানোর সময় পান না বহু কর্মচারী। এই ঘুম-বাক্সই নাকি তাদের পর্যাপ্ত ঘুমাতে সাহায্য করবে।
তবে উৎপাদক সংস্থাটি যাই বলুক না কেনো নেটিজেনদের একাংশ এই যুক্তি মানতে একেবারেই নারাজ। অনেকেই বলেছেন যে, এই ধরনের ব্যবস্থা আনা হলে কর্মচারীদের আরও বেশি নিংড়ে নেওয়া হবে। কেও কেও আবার একে পুঁজিবাদের জয় বলেও মনে করেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।