আন্তর্জাতিক ডেস্ক : জিডিপি হ্রাসের জন্য অর্থনৈতিক মন্দায় পড়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির জায়গা হারিয়েছে জাপান। অপরদিকে, দেশটিকে পেছনে ফেলে ৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউরোপের দেশ জার্মানি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, গত বছরের শেষ ৬ মাসে জাপানের জিডিপি পতনের পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দরপতনের কারণে বিশ্ব অর্থনীতিতে পিছিয়ে গেছে দেশটি। দেশটির মোট জিডিপি এখন ৪ দশমিক ২১ ট্রিলিয়ন ডলার।
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ধারনাকে সত্য করে, গত বছরের শেষ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানের মোট জিডিপি তার আগের বছরের তুলনায় প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।
জাপানের সরকারি অফিসের পরিসংখ্যান থেকেও বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশের অবস্থান হারানোর বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে, বলছে গণমাধ্যমগুলো।
বিশ্লেষকরা দাবি করছেন, জাপানের মুদ্রা ইয়েনের পতনের অন্যতম কারণ ছিল জাপান ব্যাংকের নেগেটিভ ইন্টারেস্ট রেট পলিসি (এনআইআরপি) কিংবা ঋণাত্মক সুদের হার। ২০১৬ সালে জাপানে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে এনআইআরপি চালু করা হলেও, এই পদ্ধতি বিশ্বের অন্য বিনিয়োগকারীদের কাছে বরং জাপানি মুদ্রায় লেনদেনের আগ্রহ কমিয়েছে।
বিশ্ববাজারে ইয়েনের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাপানও তার হারানো স্থান পুনরুদ্ধার করবে বলে আশা করছেন বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।