বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অনেকের। এজন্য কেউ ভালোবাসার টানে ভিনদেশি জীবনসঙ্গীকে বেছে নেন, আবার অনেকেই বিদেশে পড়তে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে, এর মাধ্যমে বিশ্বের সব দেশের নাগরিকত্ব পাওয়া যায় না। নির্দিষ্ট কিছু দেশ আছে যেখানে তাদের নাগরিককে বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া সম্ভব।
তুরস্ক
মুসলিম দেশ তুরস্কে বিয়ে করলে নাগরিকত্ব পাওয়া যায় মাত্র ৩ বছর পর। একসঙ্গে বসবাসের শর্ত পূরণ করলেই নাগরিকত্বের সুযোগ মিলবে। তুরস্কের পাসপোর্ট দিয়ে বিশ্বের ১১০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ। যদি স্বামী বা স্ত্রী সুইস নাগরিক হন এবং ৩ বছর একসঙ্গে থাকেন, তবে পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যায়। তবে এজন্য ভাষা, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান, বৈধ দাম্পত্য সম্পর্ক এবং অপরাধমুক্ত থাকার প্রমাণ দিতে হবে।
সার্বিয়া
সার্বিয়ার বৈধ নাগরিকের সঙ্গে ৩ বছর বৈবাহিক সম্পর্ক থাকলেই নাগরিকত্বের আবেদন করা যায়। পাশাপাশি সার্বিয়ায় স্থায়ীভাবে বসবাস করাও বাধ্যতামূলক। নাগরিকত্ব পেলে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ হয়।
ইতালি
ইতালিতে নাগরিকত্ব পাওয়া যায় বিয়ের মাধ্যমে। দেশটির নাগরিককে বিয়ে করার পর ২ বছর সেখানে বসবাস করলে আবেদন করা সম্ভব। তবে ইতালির বাইরে থাকলে ৩ বছর পর আবেদন করা যাবে। সন্তান থাকলে সময়সীমা অর্ধেক কমে যায়।
পোল্যান্ড
পোল্যান্ডের নাগরিককে বিয়ে করার পর ৩ বছর এবং দেশটিতে টানা ২ বছর বসবাসের শর্ত পূরণ করলে নাগরিকত্ব পাওয়া যায়। এর জন্য অবশ্যই পোলিশ ভাষা জানতে হবে।
স্পেন
স্প্যানিশ নাগরিককে বিয়ে করার পর মাত্র ১ বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। এছাড়া স্পেনের নাগরিকত্ব পেলে লাতিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগালসহ একাধিক দেশে দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়।
ফ্রান্স
ফরাসি নাগরিককে বিয়ে করে টানা ৪ বছর তার সঙ্গে ফ্রান্সে বসবাস করলে নাগরিকত্ব পাওয়া সম্ভব। তবে ফ্রান্সের বাইরে বিয়ে করলে সময়সীমা আরও বাড়তে পারে।
ব্রাজিল
ব্রাজিলের নাগরিককে বিয়ে করার পর এক বছর টানা একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। ব্রাজিলের নাগরিকত্ব নিলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় না। এ ছাড়া রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ মেলে।
এ ছাড়া পর্তুগাল, কেপ ভার্ড, আর্জেন্টিনা ও মেক্সিকোতেও বিয়ে সূত্রে নাগরিকত্ব পাওয়া যায় একই ধরনের প্রক্রিয়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।