ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপরভাবে কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই ঘটনায় প্রাইম সাসপেক্টকে খুঁজছি। আশা করছি খুব শিগগিরই আমরা তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারব। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ঘটনার পর এখনো ২৪ ঘণ্টা পূর্ণ হয়নি। তবে পুলিশ আশাবাদী যে, দ্রুত সময়ের মধ্যেই হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
হত্যাকাণ্ডে কতজন জড়িত জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অত বিস্তারিত আমরা পাইনি এখনো। এটা তদন্ত আওতায় রয়েছে, এর বেশি বলা সম্ভব না,’ যোগ করেন তিনি।
ওসমান শরিফ বিন হাদির ওপর হামলার ঘটনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘যেসব প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



