জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে, এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন!”
প্রসঙ্গত, একই দিন দুপুরে গোপালগঞ্জ শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশের সময় এবং পরে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির দাবি, হামলায় জড়িত ছিল স্থানীয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা।
সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয় গাছ ফেলে। ইউএনওর গাড়িবহরে হামলা হয় সেখানে। এর আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সমাবেশ শেষে এনসিপির গাড়িবহর ছাড়ার সময়ও আবারো হামলা হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।