মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এর আয়োজন করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর) সাজ্জাদ হোসেন আদরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
এ সময় বিশেষ অতিতি হিসেবে উপস্তিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মুসলিমুর রহমান চন্দন, সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক লিটন আহমেদ সাবেক সদস্য টিপু সুলতান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল হামিদ, মেহফুজুল আলম সাগরসহ আরও অনেকে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর) সাজ্জাদ হোসেন আদর বলেন, আজকে আমরা সাভার ও আশুলিয়ার গণমানুষের নেতা ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ আইয়ুব খান ভাইয়ের দিক নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন করবে ছাত্রদল।
তিনি আরও বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া আয়োজন করি। দোয়া শেষে আমরা সবাই একত্রে ইফতার করি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।