স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে পাকিস্তানের ঐতিহাসিক জয়ে অসামান্য অবদান রাখেন তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনি ৫২৪ মিনিট ব্যাটিং করে ৪০৮ বলে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলেন। তার এই ঝলমলে ইনিংসের সুবাধে গলে ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়ায় জয়ের নতুন ইতিহাস গড়ে পাকিস্তান।
এর আগে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জয় পেয়েছিল স্বাগিতক শ্রীলংকা।
গলে পাকিস্তানের রেকর্ড জয়ে অবদান রেখে কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে যান আব্দুল্লাহ শফিক।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টে রেকর্ড সর্বোচ্চ ৬৫২ রান করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যানকে ছাড়িয়ে ৭২০ রান সংগ্রহ করেছেন আব্দুল্লাহ শফিক।
প্রসঙ্গত, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২২২ রান করে স্বাগতিক শ্রীলংকা। জবাবে ব্যাটিংয়ে নেমে বাবর আজমের একার লড়াইয়ে ২১৮ রান করে পাকিস্তান। বাবর আজম করেন ১১৯ রান।
৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৩৭ রান করে শ্রীলংকা। ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে আব্দুল্লাহ শফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।