বিনোদন ডেস্ক : চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর থেকে একাধিক রেকর্ড গড়েছে।
মুক্তির প্রথম দিনেই ভারতে বক্স অফিস আয়ে রেকর্ড গড়ে শাহরুখের এই সিনেমা। ‘জওয়ান’ মুক্তির দিনেই আয় করে ৮০ কোটি রুপি। যা ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
আর এবার ‘জওয়ান’-এর রেকর্ড তালিকায় যুক্ত হলো আরেকটি রেকর্ড। ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। সানি দেওল অভিনীত ‘গদর টু’ সিনেমার রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’।
রোববার (২৪ সেপ্টেম্বর) বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ (টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’। এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌছাঁনোর রেকর্ডটি সানি দেওলের ‘গদর-টু’ সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে ‘গদর টু’ সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।
সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানো হিন্দি সিনেমার তালিকা দেখে নিন-
জওয়ান- ১৮ দিনে।
গদর টু- ২৪ দিনে।
পাঠান- ২৮ দিনে।
বাহুবলি টু- ৩৪ দিনে।
৪ ঘন্টা হোটেলে কি করেছিলেন জায়েদ-সায়ন্তিকা, জবাবে যা বললেন অভিনেত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।