বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের বক্স অফিসে শাহরুখের একচ্ছত্র রাজত্ব চলছে। দীর্ঘ বিরতির ‘পাঠান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় ফিরে বক্স অফিসে তাণ্ডব চালান বলিউড বাদশাহ। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’ সিনেমা দিয়েও বক্স অফিসে দাপট বজায় রেখেছেন অভিনেতা। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। সিনেমাটি এবার উত্তর আমেরিকায় আয়ের নিরিখে পিছনে ফেলে দিল ‘বাহুবলি’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’কে।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ‘জাওয়ান’ ১০.৩৫ মিলিয়ন আয় করে উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয়কারীর শীর্ষ দশ ভারতীয় সিনেমার তালিকায় প্রবেশ করেছে। বলিউড বাদশা মুক্তির মাত্র ৯ দিনের মধ্যে দ্রুত সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছেন। এক্ষেত্রে তিনি ‘বাহুবলি’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’কে ছাড়িয়ে গেছেন। সেরা দশের তালিকায় এখন ‘জাওয়ান’র উপরে রয়েছে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ‘পিকে’ ‘পদ্মাবত’র মত সিনেমা।
তবে ‘জাওয়ান’র আয় যে গতিতে বেড়েই চলছে তাতে সিনেমাটি দ্রুতই সেরা দশের তালিকায় উপরে থাকা সিনেমাগুলোকেও ছাড়িয়ে যাবে। ধারণা করা হচ্ছে, উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয়কারীর শীর্ষ দশ সিনেমার তালিকায় ১৫.৩৪ মিলিয়ন আয় করে ৩ নাম্বারে থাকা ‘আরআরআর’-এর স্থানটি দখল করতে পারে ‘জাওয়ান’।
এদিকে মুক্তির মাত্র দশ দিনের মাথাতেই অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। শুধুই তাই না, শাহরুখ খান হলেন একমাত্র অভিনেতা যিনি একটা বছরে পরপর দুটো এমন সিনেমা করলেন যা বিশ্বজুড়ে ৫০০ কোটির বেশি আয় করল। ‘জাওয়ান’ তো বটেই, ‘পাঠান’ও বক্স অফিসে দারুণ ঝড় তুলেছিল মুক্তি পাওয়ার পর।
উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয়কারীর শীর্ষ দশ ভারতীয় সিনেমার তালিকা-
১) ‘বাহুবলি ২’ (২২ মিলিয়ন আয়)
২) ‘পাঠান’ (১৭.৪৯ মিলিয়ন আয়)
৩) ‘আরআরআর’ (১৫.৩৪ মিলিয়ন আয়)
৪) ‘দাঙ্গল’ (১২.১৯ মিলিয়ন আয়)
৫) ‘পদ্মাবত’ (১২.১৭ মিলিয়ন আয়)
৬) ‘পিকে’ (১০.৬২ মিলিয়ন আয়)
৭) ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ (১০.৪৫ মিলিয়ন আয়)
৮) ‘জাওয়ান’ (১০.৩৫ মিলিয়ন আয় ৯ দিনে)
৯) ‘বাহুবলি’ (৮.৪৮ মিলিয়ন আয়)
১০) ‘বাজরাঙ্গি ভাইজান’ (৮.১৯ মিলিয়ন আয়)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।