লাইফস্টাইল ডেস্ক : খাঁটি বেনারসি তৈরি হয় রেশম দিয়ে। তাতে থাকে জরির সূক্ষ্ম কারুকাজ। জমকালো অনুষ্ঠান ছাড়া খুব একটা পরা হয় না বেনারসি শাড়ি। বিয়ের বেনারসিটাও দীর্ঘদিন আলমারির কোণে পড়ে থাকে। ঠিকঠাক যত্নে না রাখলে কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে দামি এই শাড়ি। জেনে নিন বেনারসি শাড়ির যত্নে কিছু টিপস।
-
শাড়ি পরার পরে সেটি তুলে রাখার আগে শাড়িতে লেগে থাকা ধুলো বা ময়লা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
বেনারসি শাড়ি সব সময় ড্রাই ক্লিন করবেন। তবে যেহেতু এই ধরনের শাড়ি খুব বেশি পরা হয় না, তাই বারবার পরিষ্কার করতে দেওয়ারও প্রয়োজন নেই। সুবিধা মতো এই শাড়ি ড্রাই ক্লিন করিয়ে রেখে দিন। ভুলেও বাড়িতে কাচতে যাবেন না।
শাড়ি হ্যাঙারে ঝোলানোর বদলে ভাঁজ করে রাখুন। তবে খুব ছোট ভাঁজ করবেন না। তাতে কাপড় ভাঁজে ভাঁজে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
বেনারসি শাড়ি অন্যান্য শাড়ির সঙ্গে রাখবেন না। অন্যান্য শাড়ির সঙ্গে ঘষা লাগলে বেনারসির ফেব্রিক ও জরি নষ্ট হয়ে যেতে পারে। আলাদা বক্স দেওয়া হয় বেনারসি শাড়ি কেনার সময়। সেই বক্সেই যত্ন করে ভাঁজ করে রেখে দিন।
বেনারসি শাড়িতে জরির কারুকার্য করা থাকে। তাই শাড়ির যেসব অংশে ভরাট জরির কাজ করা রয়েছে, সেই অংশের উল্টো দিকে অবশ্যই নেট লাগিয়ে নিন। নাহলে বারবার টানে টানে জরি উঠে আসতে পারে।
সরাসরি শাড়িতে কখনোই সুগন্ধি বা পারফিউম দেবেন না। এতে শাড়িতে দাগ পড়ে যায়। যা সচরাচর উঠতে চায় না।
বেনারসি শাড়ি সরাসরি রোদে দেবেন না। কয়েক মাস পরপর শাড়িটি বের করে ছায়ায় মেলে রাখতে পারেন। তারপর ভাঁজ বদলে আলমারিতে তুলে রাখুন। একই ভাঁজে বছরের পর বছর রেখে দিলে সেই ভাঁজে ভাঁজে শাড়ি কেটে বা ছিঁড়ে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।