বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জীবনের নানা ঘটনা ভাগ করে নেন। তবে কিছু বিষয় পোস্ট করলে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনারই। অনেক প্রতারক আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনাকে বিপদে ফেলতে পারে। জেনে নিন নিরাপত্তার স্বার্থে কোন কোন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করা উচিত নয়।
নিজের বাড়ির ছবি দিলেও ঠিকানা বা বাড়ির নম্বর প্রকাশ করবেন না। বাড়ির চারপাশের রাস্তাঘাটের ছবিও না দেখানোই ভালো।
সন্তানের নিরাপত্তার স্বার্থে সে কোন স্কুলে পড়ছে সেই তথ্য ভুলেও দেবেন না। স্কুলের ইউনিফর্ম পরা শিশুর ছবিও পোস্ট করবেন না।
ঘুরতে গিয়ে লোকেশন ট্যাগ করে ছবি দেবেন না। অনেকে বিভিন্ন স্থানে লোকেশন ট্র্যাকারে ট্যাগ করে সে জায়গার ঠিকানাসহ বিস্তারিত বিবরণও দেন। এমন করলেই বিপদে পড়তে পারেন।
ইমেল আইডি সমাজমাধ্যমে শেয়ার করা উচিত নয়। এই সব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
জরুরি ও ব্যক্তিগর নম্বর যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নাম্বার শেয়ার করবেন না অনলাইনে। এগুলোর ছবি শেয়ার না করাই ভালো। তারপরেও করতে চাইলে নম্বার ও তথ্য মুছে দিন।
আপনি কোথায় যাবেন, কী করবেন এসব সংবেদনশীল তথ্য অনলাইনে না জানালেই ভালো করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।