আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি অধরা রয়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে গাজাবাসী।
ইসরায়েল অভিযোগ, হামাস রমজানের সময় অঞ্চলটিতে সহিংসতা করতে পারে। আর এ কারণে কোনো যুদ্ধবিরতি সম্ভব হবে না বলে মনে করছে দেশটি।
তবে, যুদ্ধবিরতি না হলেও ফিলিস্তিনিদের রমজানে বেশি বেশি আল আকসায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছে হামাস।
হামাস আরও জানায়, তারা তাদের আন্দোলনের মূল দাবির প্রশ্নে কোনো আপসে যাবে না। এই দাবির মূল বিষয়বস্তু হলো ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। দাবি পূরণ হলেই কেবল হামাস তাদের হাতে থাকা ইসরায়েলি পণবন্দিদের মুক্তি দেবে।
এদিকে, শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করেছে। নুসেইরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ১৩ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে এবং রাফাহতে একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৩০ হাজার ৯৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭২ হাজার ৫২৪ জন।
গাজায় ইসরায়েলি তাণ্ডবের কারণে খাবার এবং পানির তীব্র সংকট তৈরি হয়েছে। অবিলম্বে গাজায় আরও ত্রাণ সরবরাহ করা না হলে আরও বহু মানুষ প্রাণ হারাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।