যেভাবে অ্যাপল ইন্টেলিজেন্স আপনার জন্য হুমকি হতে পারে

apple

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত অক্টোবর মাসে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা উন্মুক্ত করেছে অ্যাপল। আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে থাকা বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই শনাক্ত করে থাকে অ্যাপল ইন্টেলিজেন্স। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের কাজের ধরন বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তও নিতে পারে। আর তাই অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

apple

‘দ্য আলটিমেট প্রাইভেসি প্লেবুক’এর লেখক ও তথ্যের গোপনীয়তাবিষয়ক বিশেষজ্ঞ চিপ হ্যালেট জানিয়েছেন, অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের আর্থিক লেনদেন এবং অবস্থানের তথ্য বিশ্লেষণ করতে পারে। আর তাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে নিজের মতামত তুলে ধরে চিপ হ্যালেট বলেন, ‘আমি চাই না যে আমার অবস্থানের তথ্য বা আমার ব্যবহারের ধরন জানার জন্য অ্যাপল ইন্টেলিজেন্স বা গুগল ম্যাপস কোনো তথ্য সংগ্রহ করুক। তাই এসব সুবিধা বন্ধ রাখা নিরাপদ।’

চিপ হ্যালেট জানিয়েছেন, অ্যাপল ইন্টেলিজেন্স থেকে ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখার জন্য আইফোনের ‘সেটিংস’ মেন্যু থেকে ‘অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি’ অপশনে প্রবেশ করে অ্যাপগুলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এ জন্য ‘লার্ন ফ্রম দিস অ্যাপ’, ‘সাজেস্ট অ্যাপ’ এবং ‘সাজেস্ট নোটিফিকেশন’ নামের অপশনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু থাকলে সেগুলো বন্ধ করে দিতে হবে।

অ্যাপলের দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত কোনো তথ্য সংরক্ষণ করে না অ্যাপল ইন্টেলিজেন্স। ‘প্রাইভেট ক্লাউড কম্পিউটার’ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের পর সেগুলো তাৎক্ষণিকভাবে মুছেও ফেলা হয়। সুবিধাটি জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীদের কাস্টম টেক্সট বা ছবি তৈরি করতে সহায়তা করে। এ ছাড়া সিরি এবং অন্যান্য অ্যাপের কার্যকারিতা উন্নত করার মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম সহজ করে।

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ

আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোনের পাশাপাশি আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। আইফোনের পাশাপাশি এম১ চিপযুক্ত আইপ্যাড ও হালনাগাদ ম্যাকওএসে চলা ম্যাক কম্পিউটারে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ মিলে থাকে।