বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু বিধি বাম। স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই অভিনেত্রী। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে স্ট্রোক করেন ঐন্দ্রিলা। এতে তার মাথায় রক্ত জমাট বেঁধে যায়। বর্তমানে তিনি কোমায় আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেত্রীর চিকিৎসা চলছে।
আচমকা অসুস্থ হওয়ার পর ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে যান তার প্রেমিক সব্যসাচী চৌধুরী। গত তিন দিন তিনি কোনো প্রতিক্রিয়া না জানালেও শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে সব্যসাচী লিখেছেন, নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।
তিনি আরও লেখেন, মেয়েটা (ঐন্দ্রিলা) লড়ে যাচ্ছে। সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। কেউ ঐন্দ্রিলাকে নিয়ে নেতিবাচক কোনও খবর পরিবেশন করবেন না। তার বাড়ির লোককেও বিরক্ত করবেন না।
ঐন্দ্রিলার মায়ের ভাষ্য, সব্যসাচী ঐন্দ্রিলাকে অনেক ভালোবাসে। গত তিন দিন ধরে হাসপাতালেই পড়ে আছে ছেলেটা। ও (সব্যসাচী) এখন পাগলের মতো হয়ে গেছে। হাসপাতাল চত্বরে একটা জায়গায় পড়ে আছে।
প্রসঙ্গত, সাত বছর আগে শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। তবে লড়াই ছাড়তে নারাজ ঐন্দ্রিলা। দুই দুইবার জয় করেন ক্যানসার।
জীবনের প্রতিটি সঙ্কটময় মুহূর্তে প্রেমিক সব্যসাচী চৌধুরীকে ছায়ার মতো পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। এবারও প্রেমিকাকে ছেড়ে যাওয়ার পাত্র নন তিনি। প্রিয় মানুষটির সুস্থ হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনছেন। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।