জুমবাংলা ডেস্ক : স্নাতক-স্নাতকোত্তর শেষে শিক্ষার্থীদের নাম হয় চাকরির সন্ধানে। যেখানে প্রতি চাকরির আবেদন প্রতি ৫০০ থেকে ১০০০ হাজার টাকা গুনতে হয় একজন চাকরিপ্রার্থীকে। এবার চাকরি আবেদন ফি কমাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এছাড়া আবেদন ফি হতে পারে সর্বোচ্চ ২০০ টাকা করার প্রস্তাব রাখেন তিনি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
ঐ স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ নবম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ (DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০টাকা।”
এমন ফি নির্ধারণ বেকারদের সঙ্গে প্রহসন হিসেবে উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।