ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

সড়কভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে ধলিয়া রাংচাপড়া এলাকায় বালু বোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রান্দিয়া গ্রামের ইজিবাইক চালক হোসেন আলী (৪৫), করুরা গ্রামের মতিন মিয়া (৫৫) ও অপর একজনের নাম জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিলো। এসময় একটি বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইককে চাপা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও অপর এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় এক শিশুসহ আহত অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে দুপুর দেড়টার দিকে আরেকজনের মৃত্যু হয়। তার নাম জানা যায়নি।