জন্মদিনে বড় সুখবর পেলেন শান্ত

শান্ত

স্পোর্টস ডেস্ক : আজ ২৫ বছর পেরিয়ে ২৬-এ পা রেখেছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। একই দিন আরও একটি সুখবর পেলেন টাইগার এই ক্রিকেটার। তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

শান্ত

পরিবারের নতুন সদস্যের আগমণের বার্তা শান্ত দিয়েছিলেন আগেই। শুক্রবার (২৫ আগস্ট) সকালে সেই সদস্যের আগমণ ঘটেছে। নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন খোদ শান্তই।

শান্ত লেখেন, ‘আজকে (২৫ আগস্ট) সকালে আমি পুত্রসন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা ছেলে দুজনই সুস্থ আছেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

এর আগে, গত ১৬ আগস্ট ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন শান্ত। জানিয়েছেন নতুন সদস্য আসতে যাচ্ছে তাদের পরিবারে।

ইনস্টাগ্রামে দেওয়া সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন শান্ত।

জানা গেছে স্ত্রীকে সময় দিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকে ছুটি চেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। কিন্তু তার আগেই জন্ম নিলো পুত্রসন্তান।

অনার্স পড়ুয়ার তুলতুলের সঙ্গে হাবু’র বিয়ে

অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২৭ ওয়ানডে খেলেছেন শান্ত। এই ২৭ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ৬৩৯ রান। যেখানে রয়েছে তার একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।