জন্মদিনে সোনম কাপুরের ব্যাংক ব্যালেন্স ফাঁস

সোনম কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড সুন্দরী সোনম কাপুরের জন্মদিন আজ। ৩৮ বছরে পা দিলেন এই বলিউড ডিবা। বলিউডে খুব একটা হিট সিনেমা উপহার দিতে পারেননি অনিলকন্যা সোনম কাপুর। তবে নিজের দুর্দান্ত ফ্যাশন সেন্সকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন আন্তর্জাতিক ডিবা।

সোনম কাপুর

সোনম কাপুর ফ্যাশন ওয়ার্ল্ডে সুনাম অর্জন করতে পারায় অগুনতি ব্র্যান্ডের মুখপাত্র হয়েছেন। সিনেমা না করেওে শুধু আন্তর্জাতিক ব্যান্ডের মুখপাত্র হয়ে আয় করেছেন কোটি কোটি টাকা।

ফিল্মের পাশাপাশি বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের টাকা আয় করেন সোনম কাপুর। সোনম কিন্তু অভিনয়ের পাশাপাশি প্রযোজনা শুরু করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেন তিনি।

লাইফস্টাইল এশিয়ার রিপোর্ট মোতাবেক, ৯৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে সোনম কাপুরের। এদিকে কারনলেজ ডট কমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে ১১৫ কোটির ব্যাংক ব্যালেন্স রয়েছে তার। বছরে ১২ কোটিরও বেশি টাকা আয় করেন তিনি। সেই হিসাব অনুযায়ী, সোনম কাপুরের মাসিক আয় এক কোটির বেশি।

২৭ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

এখানেই শেষ নয়, স্বামী আনন্দ আহুজা ও বোন রিয়া কাপুরের সঙ্গে ব্যবসা করছেন। বিলাসবহুল কায়দায় জীবনযাপন করতে পছন্দ করেন তিনি। দিল্লিতে তিন হাজার ১৭০ স্কয়ার ফিট ইয়ার্ডের বাংলো রয়েছে তার নামে। পৃথ্বীরাজ রোডে অবস্থিত ওই বাড়ির নাম শেরমুখী বাংলো। যার দাম ১৭৩ কোটি। এ ছাড়া লন্ডনের নটিং হিলে একটি আর্টসি বাড়ি কিনেছেন সোনম। গাড়ির প্রতিও রয়েছে তার ঝোঁক। বেশকিছু বিলাসবহুল গাড়ি রয়েছে তার।