জনগণ হিসেবে নয়, ক্রিকেটার সাকিব নিরাপত্তা পাবেন : আসিফ মাহমুদ

Sakib

জুমবাংলা ডেস্ক : সাকিব আল হাসানকে জনগণের জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন, খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন যুব-ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

Sakib

এ সময় তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে তার রাজনৈতিক ক্যারিয়ার বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেয়া দরকার সেটা দেয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।

বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেন তিনি।