আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না হাতুন ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া পোস্টে তিনি লেখেন, দেড় বছর সংসার জীবনে স্বাভাবিকতার পাশাপাশি নানা মারামারি ও ঝামেলার মধ্য দিয়েই সময় কেটেছে। শেষ পর্যন্ত তিন তালাক হওয়ার পর কাসেমী যে অমানবিক আচরণ করেছেন—তা আর মেনে নেওয়া সম্ভব হয়নি।
তিনি জানান, “আমার জীবনে কখনো তালাকপ্রাপ্ত নারী হওয়ার কথা ভাবিনি। কিন্তু সে আমাকে তালাক দিয়ে দিল। আমার কী অপরাধ ছিল বুঝতে পারিনি। আমার গর্ভের সন্তান নষ্ট করল, আমাকে মারধর করল, বাসায় আটকে রাখল।”
তামান্না হাতুন আরও জানান, প্রথমবার এক সপ্তাহ আটকে রাখার পর তিনি পালিয়ে মামির বাসায় চলে যান। এরপর জানতে পারেন তিনি গর্ভবতী। আবার যোগাযোগ করলে কাসেমী তাকে মায়ের বাড়িতে আসতে বলেন। কিন্তু পরে সুযোগ বুঝে চারতলার একটি কক্ষে জোর করে আটকে রাখেন এবং নিয়মিত নির্যাতন চালান।
পোস্টে তিনি আরও লেখেন, “আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন পরিস্থিতি আসবে। আগে কেউ কাসেমীর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারতাম না। কিন্তু এখন বুঝছি, তার চরিত্রের কারণে আমি বাধ্য হয়েছি সিদ্ধান্ত নিতে।”
তিনি এটিও জানান, সমস্যার সমাধানে বড় বড় আলেমের কাছে সাহায্য চাইলেও কেউ তাকে সহায়তা করেননি। তাই অসহায় নারীদের কথা ভেবেই তিনি এগিয়ে এসেছেন।
উল্লেখ্য, রোববার (২৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ কাসেমীকে গ্রেপ্তার করে। তার স্ত্রী তামান্নার পক্ষে মামি আন্না পারভীন বাদী হয়ে মামলা করেন। বর্তমানে কাসেমী পুলিশ হেফাজতে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



